গভীর রাতে আ.লীগ নেতার বাড়িতে ওসির নৈশভোজ, এলাকায় তোলপাড়
লালমনিরহাট প্রতিনিধি
গভীর রাতে একজন চিহ্নিত আওয়ামী লীগ নেতার বাড়িতে লালমনিরহাটের হাতীবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহর উপস্থিতি ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে।
ঘটনাটি গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে সিন্দুর্না এলাকায় ঘটে। স্থানীয় সূত্র জানিয়েছে, ওই রাতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ২০২৪ সালের নির্বাচনের ‘ডামি প্রার্থী’ আমজাদ হোসেন তাজূরের বাড়িতে একটি গোপন ভোজের আয়োজন করা হয়।
স্থানীয়দের দাবি, সেখানে ওসির উপস্থিতিতে অন্তত ছয়জন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা রুদ্ধদ্বার বৈঠকে বসেন। গভীর রাতে পুলিশের গাড়ির আনাগোনা দেখে স্থানীয়রা বাড়ির সামনে জড়ো হতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরিস্থিতি বুঝতে পেরে ওসি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এই ঘটনা জানাজানি হওয়ার পর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্যে অসংগতি লক্ষ্য করা গেছে, যা রহস্য আরও ঘনীভূত করেছে।
সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন বলেন, ‘ওসি সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তবে সঙ্গে থাকা উচ্চপদস্থ কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।’
অন্যদিকে জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ‘ওসি সেখানে দাওয়াতে যাননি। নতুন যোগদান করেছেন, তাই এখনো অনেককেই চেনেন না।’
আওয়ামী লীগ নেতার স্ত্রী শাপলা আক্তার বিষয়টিকে ‘পারিবারিক দাওয়াত’ হিসেবে দাবি করেছেন।
সচেতন মহলের মতে, একাধিক মামলার আসামির গ্রেপ্তারের প্রেক্ষাপটে ওসির গভীর রাতের এই উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রশ্ন তৈরি করেছে এবং মাঠ পর্যায়ের পুলিশি কার্যক্রমকে সন্দেহাতীতভাবে প্রশ্নবিদ্ধ করেছে।
What's Your Reaction?

