ঝালকাঠিতে রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা, স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি
ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে আবুল বাসার (৪৫) নামে এক রাজমিস্ত্রীকে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
রোববার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বাসার ওই গ্রামের মৃত তানজের আলী হাওলাদারের ছেলে।
নিহতের মামা রেজাউল করিম জানান, পূর্ব শক্রুতার জেরে ওই এলাকার পান্নু খান ছেলে নাজমুল হাসান খান দাড়ালো অস্ত্র দিয়ে শরীরে এলোপাতারি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অপরদিকে উপজেলার গালুয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রাম থেকে এলমা (১৬) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
এলমা ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে ও এলমা গালুয়া দূর্গাপূর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।
এলমার মা তাহমিনা বলেন, পরিবারের সবার অজান্তে এলমা নিজ ঘরে গলায় ফাস দেয়। ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। ছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায়ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে তার মৃত্যুর কারন জানা যায়নি।
What's Your Reaction?