টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেদারল্যান্ডস দল এখন বাংলাদেশে

Aug 27, 2025 - 16:39
 0  4
টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেদারল্যান্ডস দল এখন বাংলাদেশে
ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকায় আসে নেদারল্যান্ডস ক্রিকেট দল। সেখান থেকে দুপুর ১টা ২০ মিনিটে ফ্লাইটে সিলেটে পৌঁছায় তারা।

কয়েক দিন আগেই বাংলাদেশের সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল ডাচরা। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বে বাংলাদেশ সফরে এসেছে দলটি। সফরের ঠিক আগে তিনটি পরিবর্তনও আনে তারা। দলে নতুন মুখ ১৭ বছর বয়সী অনভিষিক্ত ব্যাটার সেড্রিক ডি ল্যাঞ্জে। এছাড়া জায়গা পেয়েছেন পেসার সেবাস্তিয়ান ব্র্যাট ও অলরাউন্ডার সিকান্দার জুলফিকার।

ইনজুরির কারণে ছিটকে গেছেন রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন সাকিব জুলফিকার।৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজ। বাকি দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর একই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে। এর আগে দুই দিন সিলেটে অনুশীলন করবে নেদারল্যান্ডস দল।

বাংলাদেশ দলও ইতোমধ্যে নিজেদের প্রস্তুতি শুরু করেছে এবং আসন্ন সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে।

বাংলাদেশ স্কোয়াড- লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

নেদারল্যান্ডস স্কোয়াড- স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়া ক্রোস, ম্যাক্স ও'ডাউড, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেড্রিক ডি ল্যাঞ্জে, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন, শরিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্তিয়ান ব্র্যাট, টিম প্রিংগল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow