নগরকান্দায় ১২০০ কেজি নকল সার জব্দ, জরিমানা ও ধ্বংস
 
                                    নগরকান্দা (ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া বাজারে বৃহস্পতিবার অভিযান চালিয়ে প্রায় ১২০০ কেজি নকল জিংক সালফেট সার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। পরে জনসম্মুখে এসব সার ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ দবিরউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ।
অভিযানে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী, সার বহনকারী নসিমন চালককে জরিমানা করা হয়। পরবর্তীতে জনস্বার্থে পুরাপাড়া বাজারের বিভিন্ন সারের দোকানে তল্লাশি চালানো হয়।
নগরকান্দা ইউএনও মোঃ দবির উদ্দিন বলেন, ‘একটি অসাধু মহল কৃষকদের প্রলোভন দেখিয়ে নকল ও ভেজাল সার সরবরাহ করছে। কৃষকদের স্বার্থে ও ভেজাল পণ্য নির্মূলে আমাদের অভিযান চলমান থাকবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ জানান, ‘ভেজাল সার কৃষকদের জমি ও ফসলের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা নিয়মিত নজরদারি অব্যাহত রাখব।’
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 



 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                             
                                             
                                             
                                             
                                             
                                            