পাবনায় উৎসবমুখর পরিবেশে শুভ জন্মাষ্টমী উদযাপিত

Aug 17, 2025 - 17:56
 0  3
পাবনায় উৎসবমুখর পরিবেশে শুভ জন্মাষ্টমী উদযাপিত
ছবি : সংগৃহীত

পাবনা প্রতিনিধি

পাবনায় উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত  হয়েছে। এ উপলক্ষ্যে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১১ টার দিকে পাবনা জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে পাবনার প্রধান মন্দির শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়। পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম,পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন ফিতা কেটে র‍্যালির উদ্বোধন করেন।

জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক এ্যাডঃ মলয় কুমার দাস রায়, সদস্য সচিব প্রভাষ ঘোষ দুখু,সিনিয়র যুগ্ম সদস্য সচিব দীপঙ্কর সরকার জিতুর নেতৃত্বে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে আরো উপস্থিত ছিলেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার প্রধান সমন্বয়কারী প্রভাষ ভদ্র, সমন্বয়কারী আশীষ বসাক, যুগ্ম আহ্বায়ক শ্রী রণদীশ ভট্টাচার্য, উত্তম সাহা, শ্যামল ঘোষ, উত্তম কুন্ডু, অচিন্ত ঘোষ, রঞ্জিত ঘোষ, শুভ সান্যাল, অলোক পাল, মানিক ঘোষ কাঠু, নয়ন সাহা, কমল চন্দ্র দাস, অলোক দত্ত সেন্টু, সোমনাথ বাগচী, তাপস দাস, খোকন বিশ্বাস, উদযাপন কমিটির সদস্য নারু দত্ত, সমর সাহা, রতন সাহা, গৌরাঙ্গ মজুমদার, শুভ বসাক, সঞ্জয় সাহা, উজ্জ্বল দাস, পলাশ পোদ্দার, প্রসাদ দাস, সাগর মজুমদার, অসীম কুমার দাস রায়, রিন্টু সাহা, সৌমিত্র সাহা অপু, দীপ্ত ঘোষ, শুভ মজুমদার, দীপ্ত সরকার, কৃষ্ণেন্দু সাহা, কমল ঠাকুর, শ্যামল দেবনাথ, বিকাশ দেবনাথ, সুভাষ দাস, মুকেশ দাস, সাগর দাস সহ নেতৃবৃন্দ। র‍্যালির আগে ১০৮ কন্ঠে গীতা পাঠ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow