পার্বত্য চুক্তি বাস্তবায়নে সমস্যা সমাধানের চেষ্টা করছি : পররাষ্ট্র উপদেষ্টা

Jul 19, 2025 - 22:45
 0  3
পার্বত্য চুক্তি বাস্তবায়নে সমস্যা সমাধানের চেষ্টা করছি : পররাষ্ট্র উপদেষ্টা
ছবি : সংগৃহীত

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন বলেছেন, সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে সমস্যা যে আছে এটাকে স্বাীকার করা। আমরা মনে করি যে, আসলে পার্বত্য চুক্তি বাস্তবায়নের কিছু সমস্যা রয়ে গেছে সেই সমস্যাগুলি সমাধানের চেষ্টা করছি। আমরা চেষ্টা করেছি প্রথমে ছোট বিষয়গুলি যেগুলি সহজে সমাধান করা যায় সেগুলিকে আমরা শেষ করে ফেলি। আর যেগুলি কঠিন বিষয় আছে সেগুলি সমাধানের জন্য রাস্তা বাহির করি।

শনিবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটির ভেদভেদীস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রেষ্ট হাউজে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা শেষে পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

তৌহিদ হোসেন জানান, আলোচনা সভা অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটির ভেদভেদীস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রেষ্টহাউসে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: তৌহিদ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সু-প্রদীপ চাকমা, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির সদস্য জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্ত লারমা, চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সদস্য ও পার্বত্য চ্ট্গ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা, আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ন সচিব কংকন চাকমা, পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব মঙ্গল চন্দ্র পাল ও পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের উপ সচিব সামছুল হক এ সভায় অংশগ্রহণ করেছেন বলে জানাগেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow