বরিশালে বিএনপির ২ নেতার বাসায় হামলা
বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই নেতার বাসায় হামলা-ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ জানুয়ারি) রাত ৮টার সময় এই ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল নগরীর বর্মণ রোডে অবস্থিত মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর হোসেনের বাসভবনে হামলা চালায় দুর্বৃত্তরা।
এসময় তারা ভবনের জানালার গ্লাস ভাঙচুর করে। এর কিছুক্ষণ পর ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে কাউনিয়া প্রধান সড়ক এলাকায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর বাসভবনে গিয়েও হামলা চালায় তারা। হামলাকারীরা সবাই হেলমেট পরা ছিল। এসময় তারা বাড়ির ভেতরে রাখা দুটি মোটরসাইকেল ভাঙচুর করে।
এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
What's Your Reaction?