মাদারীপুরে আগুনে পুড়ল স্বর্ণের দোকানসহ ৮ প্রতিষ্ঠান

Aug 29, 2025 - 17:56
 0  3
মাদারীপুরে আগুনে পুড়ল স্বর্ণের দোকানসহ ৮ প্রতিষ্ঠান
ছবি : সংগৃহীত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজারে ভয়াবহ আগুনে স্বর্ণের দোকানসহ অন্তত ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বাজারের মুন্সি ডেকোরেটর নামক একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। প্রথমে রাস্তা দিয়ে যাতায়াতকারী এক পথচারী আগুন দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাজারের মুদি দোকান, ডেকোরেটর, স্বর্ণালঙ্কারের দোকান, ফার্মেসি, কাপড়ের দোকানসহ ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে দোকানে থাকা সব মালামাল পুড়ে গেছে। অনেকেই সারা বছরের জমানো পুঁজি বিনিয়োগ করেছিলেন, এখন তারা একেবারে পথে বসার উপক্রম।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান জানান, মার্কেটের ভেতরে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় আমরা এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow