স্ত্রীকে নিয়ে আজমির শরীফে আদানি, দিলেন চাদর উপহার

Feb 16, 2025 - 16:41
 0  4
স্ত্রীকে নিয়ে আজমির শরীফে আদানি, দিলেন চাদর উপহার
ছবি : সংগৃহীত

ভারতের ধনকুবের গৌতম আদানি এবং তার স্ত্রী প্রীতি আদানি রাজস্থানে অবস্থিত আজমির শরীফ পরিদর্শনে যান। এ সময় তারা খাজা মইনুদ্দিন চিশতির সমাধিতে ফুল বিছিয়ে দেয়ার পাশাপাশি মখমলের চাদর উপহার দেন। খবর এনডিটিভি  

আদানি পরিবারকে স্বাগত জানান আজমির শরীফ এবং চিশতি ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজি সায়েদ সালমান চিশতি। তিনি বলেন, ‘গৌতম আদানি সারা দেশের জন্য প্রার্থনা করেছেন।’

ভারতবর্ষের অন্যতম তীর্থস্থান হিসেবে বিবেচিত আজমির শরীফ। শত শত বছর ধরে এই দরগাহতে বিশ্বের বিভিন্ন দেশের নানান শ্রেণি পেশার মানুষ আসেন। সুফি সাধক খাজা মইনুদ্দিন চিশতির সমাধি এখানে। তার ধর্মনিরপেক্ষ শিক্ষা অনুসারে, এই মাজার সব ধর্ম ও বিশ্বাসের মানুষের জন্য উন্মুক্ত। 

স্বর্ণ ও মার্বেল পাথরের তৈরি সমাধিটি রূপার রেলিং ও মার্বেল পর্দা দিয়ে ঘেরা। সম্রাট আকবর প্রতি বছর আজমির শরীফে তীর্থযাত্রায় আসতেন। এই দরগাহতে তিনি ও সম্রাট শাহজাহান মসজিদ নির্মাণ করেছিলেন।

গত মাসে খাজা মইনুদ্দিন চিশতির সম্মানে বার্ষিক ওরশ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজমির শরীফে খাজা মইনুদ্দিন চিশতির সমাধিতে চাদর চড়ান। এ সময় তীর্থযাত্রীদের জন্য বেশ কিছু সুবিধা চালু করেন মন্ত্রী রিজিজু।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow