সয়াবিন তেলে প্রতি লিটারে বাড়ল ৮ টাকা
সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বেড়েছে। বোতলজাত সয়াবিন তেল এখন লিটারে ১৬৭ টাকা থেকে ১৭৫ টাকা করা হয়েছে। খোলা সয়াবিনের দাম প্রতি লিটার ১৪৯ টাকা থেকে ১৫৭ টাকা করা হয়েছে।
এই দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার (৯ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করে দাম বাড়ানোর কথা জানান বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘‘বাজারে তেলের ঘাটতি নিয়ে উপদেষ্টা পরিষদ ও প্রধান উপদেষ্টা উদ্বেগ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক বাজারে ২০ ভাগ মূল্য বেড়েছে। দেশে বর্তমান মজুত সন্তোষজনক। কোনো ঘাটতি নেই।’’
তিনি আরো বলেন, ‘‘চাল, চিনি, ডিমের বাজার আগের চেয়ে স্থিতিশীল হচ্ছে। সবজি, পোল্ট্রি, মাছের দামে স্বস্তি আছে। আলুতে চূড়ান্ত অস্বস্তি আছে। নতুন আলু এলে তিন সপ্তাহের মধ্যে দাম কমবে।’’
ভোজ্যতেল সরবরাহকারী কোম্পানিগুলোর সংগঠনের সভাপতি মোস্তফা হায়দার বলেছেন, “সয়াবিন তেলের সরবরাহ কীভাবে নিশ্চিত করা যায়, সে বিষয়ে কয়েকদিন ধরে আমরা কাজ করেছি। বিশ্ববাজারে প্রতি টন তেলের দাম ১ হাজার ২০০ ডলারে উঠেছে। গত এপ্রিলে সরকার যখন তেলের দাম নির্ধারণ করেছিল, তখন বিশ্ববাজারে প্রতি টন তেলের দাম ছিল ১ হাজার ৩৫ ডলার। এখন আমরা ১ হাজার ১০০ ডলার ধরে লিটারে ৮ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি বলেন, “এখন প্রতি টন তেল ১ হাজার ২০০ ডলার দরে খালাস হচ্ছে। আরও দাম বাড়তে পারে, সে উদ্বেগ রয়ে গেছে। কারণ, বিশ্ববাজার এখনো স্থিতিশীল নয়।”
সভায় সয়াবিন তেল নিয়ে ৩টি সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা। সিদ্ধান্তগুলো হচ্ছে-
১. আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের মূল্য বৃদ্ধির প্রবণতা বিবেচনায় এনে অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণপূর্বক প্রতি লিটার খোলা সয়াবিন তেলে সর্বোচ্চ খুচরা মূল্য ১৫৭ টাকা, প্রতি লিটার খোলা পাম সুপার তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৫৭ টাকা, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৭৫ টাকা এবং প্রতি ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা ৮৫২ টাকা নির্ধারণ করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েন বিজ্ঞপ্তি জারি করবে।
২. জাতীয় রাজস্ব বোর্ড পরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিতে আমদানি পর্যায়ে আরোপিত বিদ্যমান সংযোজন কর (মূসক) এর মেয়াদ আগামী ১৫ ডিসেম্বর থেকে বৃদ্ধি করে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত নির্ধারণ করবে।
৩. বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন প্রত্যেক মাসে ৫ তারিখের মধ্যে অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের নিমিত্ত বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ প্রেরণ করবে এবং বাণিজ্য মন্ত্রণালয় তদন্ত অনুযায়ী সভা করবে।
What's Your Reaction?