৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না : তারেক রহমান
জাতিকে সঠিকপথে পরিচালিত করার আশ্বাস দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা ৫ আগস্টেরআগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। সেই সময়ে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই।’
শনিবার (১০ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘নতুন প্রজন্ম আশা দেখতে চাচ্ছে। আমরা জাতিকে সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে পারব।’
অনুষ্ঠানে ঢাকার একজন সাংবাদিকনেতা বিএনপির প্রধানকে মাননীয় বলার প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন, ‘দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না।’
তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন দেশে থাকতে পারিনি, কিন্তু সারাক্ষণই মন দেশেই ছিল।’
রাজনীতির বাইরে মানুষের জীবনঘেঁষা বিষয় নিয়ে আরও বেশি আলোচনার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, ‘২২ জানুয়ারি থেকে দলীয় প্রতিশ্রুতি ও পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবে বিএনপি। মতপার্থক্য থাকলেও যেন আলোচনা চালু থাকে।’
এর আগে সকাল ১১টায় হোটেল শেরাটনের বলরুমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানস্থলে এসে তারেক রহমান দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের আসনের কাছে গিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেক্ট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহীসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?

