ইসরায়েলি হামলাকে ‘কাপুরুষ’ বলে নিন্দা কাতারের

Sep 10, 2025 - 01:45
 0  1
ইসরায়েলি হামলাকে ‘কাপুরুষ’ বলে নিন্দা কাতারের
ছবি : সংগৃহীত

কাতারের দোহায় হামাসের শীর্ষ হামাস নেতাদের ওপর লক্ষ্য করে ইসরায়েলের হামলাকে ‘কাপুরুষ’ বলে নিন্দা জানিয়েছে কাতার।

বিবৃতিতে কাতার জানায়, এই অপরাধমূলক হামলা সমস্ত আন্তর্জাতিক আইন ও নীতিমালা স্পষ্টভাবে লঙ্ঘন করে এবং কাতারে বসবাসকারী মানুষের নিরাপত্তা ও সুরক্ষার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, কাতারের নিরাপত্তা বাহিনী, সিভিল ডিফেন্স এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে ঘটনার মোকাবিলা শুরু করেছে। সেই সাথে দোহার বাসিন্দাদের এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

কাতারের রাষ্ট্র এই হামলার কড়া নিন্দা জানালেও, তারা নিশ্চিত করেছে যে তারা এই অবিবেচক ইসরায়েলি আচরণ এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি চলমান হস্তক্ষেপ সহ্য করবে না এবং এমন কোনো কার্যকলাপ যাতে তাদের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে লক্ষ্য করা হয় তা গ্রহণ করবে না।

সূত্র: আল জাজিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow