কোকোর জন্মদিন উপলক্ষে, আড়াইহাজার বিএনপির দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে আড়াইহাজার উপজেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আড়াইহাজার পৌরসভায় ১নং ওয়ার্ড প্রধান কার্যালয় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি নজরুল ইসলাম আজাদ সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি ঢাকা বিভাগ, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, ফতেপুর ইউনিয়ন সদস্য সচিব সাদেকুল রহমান সাদেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আরাফাত রহমান কোকো একজন বিশিষ্ট ক্রিয়া সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। ২০১৫ সালে ২৪ জানুয়ারি তিনি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। প্রতি বছর তার জন্মদিন ও মৃত্যুবার্ষিকীতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করেন।
What's Your Reaction?






