ফেসবুকে লগইন অ্যালার্ট পাবেন যেভাবে

Dec 8, 2024 - 22:09
Dec 8, 2024 - 22:11
 0  2
ফেসবুকে লগইন অ্যালার্ট পাবেন যেভাবে
ছবি : সংগৃহীত

স্মার্টফোনে বা অন্য কোনো ডিভাইসে ফেসবুক এখন আর শুধুই একটি অ্যাপ্লিকেশন বা অ্যাপস নয়। বর্তমানে দৈনন্দিন যোগাযোগের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ফেসবুক। আমাদের জীবনে ফেসবুকের উপস্থিতি যত বাড়ছে ততই এর নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বেশ কয়েকটি উপায়ে ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করে যায়। এর মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুকের লগইন অ্যালার্ট। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফেসবুকে লগইন অ্যালার্ট কী এবং লগইন অ্যালার্ট পাওয়ার উপায়।

ফেসবুক ‘লগইন অ্যালার্ট’ কী?

ফেসবুকে ‘লগইন অ্যালার্ট’ হচ্ছে লগইন সম্পর্কিত একটি নোটিফিকেশন। এই ধরণের নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুক জানিয়ে দেয়, কোনো অপরিচিত ডিভাইস বা লোকেশন (স্থান) থেকে অ্যাকাউন্টে লগইন করা হয়েছে কিনা বা করার চেষ্টা করা হয়েছে কিনা। যদি অ্যাকাউন্টের আসল মালিক বা মূল ব্যবহারকারী এমনটি করে থাকেন তাহলে কিছুই করার প্রয়োজন নেই। তবে ব্যবহারকারী নিজে যদি লগইন না করে থাকেন এবং বিষয়টিকে সন্দেহজনক মনে করেন, তাহলে অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে পারেন লগইন অ্যালার্ট নোটিফিকেশনে। 

ফেসবুকে ‘লগইন অ্যালার্ট’ ফিচারটি ব্যবহার করার উপায়

ফেসবুক অ্যাকাউন্টে লগইন সম্পর্কিত নোটিফিকেশন পেতে চাইলে ‘লগইন অ্যালার্ট’ ফিচারটি অ্যাকটিভেট করে দিতে হবে। এজন্য প্রথমে ফেসবুকে লগইন করার পর ডানদিকে উপরে প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে। এরপর ড্রপ-ডাউন মেন্যু থেকে ‘সেটিংস এন্ড প্রাইভাসি’ অপশন হয়ে যেতে হবে ‘সেটিংস’ অপশনে। 

সেটিংসে ক্লিক করার পর যে পেজটি ওপেন হবে সেখানে উপরে বাঁ দিকে ‘অ্যাকাউন্টস সেন্টারে’ ক্লিক করতে হবে। অ্যাকাউন্টস সেন্টার পেজের বাঁ দিকের মেন্যু থেকে ‘পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি’ অপশনটিতে ক্লিক করলে এ সম্পর্কিত বেশ কিছু ফিচার দেখা যাবে।

এবারে ‘সিকিউরিটি চেকস’ সেকশনের অন্তর্গত ‘লগইন অ্যালার্ট’ অপশনটিতে ক্লিক করলে স্ক্রিনে একটি পপ-আপ বক্স চলে আসবে। এখানে ব্যবহারকারী কীভাবে ‘লগইন অ্যালার্ট’ পেতে চান সেটা জানতে চাইবে। এক্ষেত্রে দুটো অপশন রয়েছে- ইন-অ্যাপ নোটিফিকেশন ও ই-মেইল। ব্যবহারকারী চাইলে দুটো অপশনই সিলেক্ট করে দিতে পারেন- সেক্ষেত্রে ফেসবুক অ্যাপের পাশাপাশি ই-মেইলেও লগইন অ্যালার্ট পেয়ে যাবেন তিনি।

লগইন অ্যালার্ট পাওয়া শুরু করার পর যা করতে হবে

ফেসবুকে অপরিচিত লগইন সম্পর্কিত নোটিফিকেশন পাওয়া শুরু করলে দুটো বিষয় মাথায় রাখতে হবে। ব্যবহারকারী যদি কোনো একটি লগইন অ্যালার্ট সম্পর্কে নিশ্চিত হন এবং এটিকে সন্দেহজনক মনে না করেন তাহলে নোটিফিকেশনটিকে এড়িয়ে যাবেন। কিন্তু কোনো একটি লগইন অ্যাকটিভিটি যদি তার মনে সন্দেহের উদ্রেক করে তাহলে ‘দিস ওয়াজ নট মি’ অপশনটিতে ক্লিক করে অ্যাকাউন্টের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, নতুন কোনো ডিভাইস ও ব্রাউজারকে ট্রাস্টেড বা বিশ্বস্ত তালিকায় যুক্ত করে নিতে পারেন ব্যবহারকারী। এতে করে সচরাচর ব্যবহৃত ডিভাইস ও ব্রাউজারের ক্ষেত্রে ফেসবুক আর ‘লগইন এলার্ট’ পাঠাবে না। তাই ট্রাস্টেড বা বিশ্বস্ত ডিভাইস ও ব্রাউজারের তালিকায় কখনোই পাবলিক কমপিউটার যেমন লাইব্রেরি বা ক্যাফেতে ব্যবহৃত কম্পিউটার যুক্ত করা উচিত নয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow