বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন

Jul 29, 2025 - 22:44
Jul 29, 2025 - 22:46
 0  5
বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুল ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুলাই) সকালে উপজেলা চত্বরে কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের আয়োজনে ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

উল্লাপাড়া কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষক ও অবিভাবকরা।

এ সময় বক্তারা বলেন, কিন্ডারগার্ডেন স্কুল ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশের প্রাথমিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফলে দিন দিন সামাজিকভাবে এসব প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে এবং উল্লেখযোগ্য অবদান রাখাসহ বিগত বছরগুলোতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও সর্বশেষ ২০২৩ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ঈর্ষণীয় সাফল্যে অর্জন করে। অথচ, গত ১৭ ই জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারিকৃত প্রজ্ঞাপনে শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বেসরকারি, কিন্ডারগার্টেন ও এমপিও বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা যুগ যুগ ধরে চলে আসছে। অথচ বর্তমান প্রজ্ঞাপনে বৈষম্যমূলকভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয়েছে। যা শিক্ষা ক্ষেত্রে বৈষম্য তৈরি করেছে। জাতি যখন বৈষম্যহীন সমাজ গঠনে ঐক্যবদ্ধ তখন এমন সিদ্ধান্ত শিক্ষা ক্ষেত্রে বিভেদ তৈরি করবে। অতীতে দেখা গেছে, বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করেছেন।

তারা বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবি করে প্রধান উপদেষ্টার নিকট আসন্ন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুল ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পূর্বের ন্যায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবি জানান।

আয়োজিত কর্মসূচিতে উল্লাপাড়া উপজেলার বিপুল সংখ্যক কিন্ডারগার্টেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow