ইন্টার্নশিপ সার্টিফিকেট না পেয়ে নার্সের আত্মহত্যা!

নাটোর প্রতিনিধি
কোর্স সম্পন্ন না করায় ইন্টার্নশিপ সার্টিফিকেট দিতে অপারগতা প্রকাশ করেন কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি নার্স কোয়ার্টারে আত্মহত্যা করেন এক যুবক- এমন দাবি স্বজনদের।
গতকাল বৃহস্পতিবার রাতে ওই নার্সের বোনের রুম থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
বাগাতিপাড়া থানার ওসি মোস্তাফিজুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই যুবকের নাম মোহাম্মদ শাহিন আলী (২২)। তিনি পাশের লালপুর উপজেলার বিলমাড়িয়া মহরকয়া গ্রামের সাজদার রহমানের ছেলে এবং বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র নার্স মেহরুন্নেসার ভাই।
সম্প্রতি শাহিন রাজশাহীর মির্জা নার্সিং কলেজ থেকে নার্সিং ডিপ্লোমা পাস করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপ শুরু করেছিলেন। তবে অসুস্থতার কারণে তিন মাস পর ইন্টার্নশিপ বন্ধ করে বাড়ি ফিরে আসেন।
নিহতর বোন ও স্বজনদের দাবি, বৃহস্পতিবার সকালে ইন্টার্নশিপের সার্টিফিকেট আনতে শাহিন রাজশাহী যায়। তবে, ইন্টার্নশিপ পুরোপুরি শেষ না করার কারণে কর্তৃপক্ষ তাকে সার্টিফিকেট না দেওয়ায় তিনি ফিরে আসেন বোনের কোয়ার্টারে। দুপুরে খাওয়া-দাওয়া শেষে তার বড় বোন ডিউটিতে গেলে একা ঘরে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি নার্স কোয়ার্টারের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
What's Your Reaction?






