গাইবান্ধায় তীব্র শীতে ক্ষতির মুখে মিষ্টি কুমড়া চাষীরা
মো. শুভ ইসলাম, গাইবান্ধা
অল্প খরচে বেশি লাভ হওয়ায় গাইবান্ধার চরাঞ্চল জুড়ে চাষ হয়েছে মিষ্টি কুমড়া। অন্য ফসলের পাশাপাশি মিষ্টি কুমড়ার চাষ করে স্বাবলম্বী হয়েছেন এ জেলার কয়েক হাজার কৃষক। কিন্তু এবার তীব্র শীতে ক্ষতির মুখে পড়েছেন মিষ্টি কুমড়া চাষীরা।
জেলার ব্রহ্মপুত্র, যমুনা ও তিস্তা নদীর চরাঞ্চলের বিস্তীর্ণ বালুচরে এ বছর ব্যাপকভাবে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পরই চরাঞ্চলের কৃষকরা মিষ্টি কুমড়ার বীজ বপন করেন। পুরো বালুচর জুড়েই শোভা পাচ্ছে মিষ্টি কুমড়ার সবুজ লতা। তবে তীব্র শীতের কারণে আগাছা ভেঙ্গে যাচ্ছে, ফুল আসলেও ফল আসছেনা।
স্থানীয় কৃষক ইউনুস মিয়া বলেন, মিষ্টি কুমড়া চাষে উৎপাদন খরচ কম। প্রতি কেজি কুমড়া ১৫ থেকে ৩৫ টাকা কেজিতে বিক্রি হয়। কিন্তু অন্য বারের তুলনায় এবার ক্ষতির মুখে পড়েছি।
স্থানীয় আরেক কৃষক বলেন, ফুল আসে তার ফল আসে না, কুমড়ার আগায় ফুল আসা মাত্রই ঝরে পড়ে যাচ্ছে। তীব্র শীতের কারণে আগাছা ভেঙ্গে যাচ্ছে। এবার দের থেকে দুই লাখ টাকা লোকসান হবে।
সংশ্লিষ্টরা জানান, স্বল্প খরচে বেশি লাভ হওয়ায় এ জেলায় মিষ্টি কুমড়ার আবাদ বাড়ছে। কৃষকদের সব ধরনের সহযোগিতাও করা হচ্ছে।
কৃষি বিভাগের তথ্য মতে, এবছর গাইবান্ধার চরাঞ্চলের ৫শ’ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষাবাদ হয়েছে।
What's Your Reaction?