ঘুষ নিয়ে গাঁজা ভর্তি ট্রাক ছেড়ে দেওয়ার অভিযোগ, দুই পুলিশ বরখাস্ত

Jan 10, 2026 - 13:44
 0  3
ঘুষ নিয়ে গাঁজা ভর্তি ট্রাক ছেড়ে দেওয়ার অভিযোগ, দুই পুলিশ বরখাস্ত
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ নেওয়ার অপরাধে পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে তাদের বরখাস্ত করা হয়।

শনিবার (১০ জানুয়ারি) সকালে সাংবাদিকদের এই তথ্য জানান ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ।

অভিযুক্তরা হলেন- জেলার নবীনগর থানার এসআই জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার।

পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, গত পাঁচ জানুয়ারি ভোরে জেলার নবীনগর-সলিমগঞ্জ সড়কের  কোনাবাড়ি মোড়ে গাঁজা ভর্তি একটি পিকআপ আটক করেন ওই সড়কের টহলে থাকা ওই দুই পুলিশ। অভিযোগ ওঠে, আটকের পরও ঘুষ নিয়ে ওই ট্রাক তারা ছেড়ে দেন। 

বিষয়টি জানাজানি হয়ে গেলে পুলিশ সুপার তদন্ত করে নবীনগর থানার অফিসার ইনচার্জকে প্রতিবেদন জমা দিতে বলেন।

নবীনগর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে দুই পুলিশকে সাময়িক  বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow