ঢাকাসহ আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে গত কয়েকদিনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গণপরিহনে অগ্নিসংযোগ ছাড়াও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীসহ আশপাশের জেলাগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়।
সবশেষ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকেও মিরপুর শাহ আলীর বেড়িবাঁধ এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাতে ওই এলাকায় পার্কিং করা কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে একজন আটক করে। তবে আরেকজন জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদে ঝাঁপ দিলে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
What's Your Reaction?

