পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, খানসামায় একদিনে ৪২ হাজার চারা রোপণ

দিনাজপুর প্রতিনিধি
“গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এই সচেতনতামূলক স্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলার খানসামা উপজেলায় শনিবার (১৯ জুলাই) একযোগে ছয়টি ইউনিয়নে রোপণ করা হয়েছে ৪২ হাজার গাছের চারা।
জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই মহৎ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। ফলজ, বনজ ও ঔষধি মিলিয়ে প্রতিটি ইউনিয়নে ৭ হাজার করে গাছের চারা রোপণ করা হয়।
জানা গেছে, জেলার ৮ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে খানসামা উপজেলায় ৪২ হাজার গাছ লাগানো হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব প্রতিরোধ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
দিনব্যাপী চলা এ কর্মসূচিতে ইউএনও’র নেতৃত্বে অংশ নেন প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধনের সময় ইউএনও কামরুজ্জামান সরকার বলেন, “পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের জীবনের অস্তিত্ব রক্ষার সঙ্গে সরাসরি জড়িত। তাই রোপণের পাশাপাশি এগুলোর যত্ন নেওয়ার দায়িত্বও আমাদের সবার।”
উল্লেখ্য, স্থানীয়ভাবে জনসচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে এই ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ জেলায় প্রথমবারের মতো এত বড় পরিসরে গ্রহণ করা হলো। এখন প্রয়োজন এ চারা গুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমে একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা।
What's Your Reaction?






