মডেল প্রিয়মনি’র ফাঁদ : ধনাঢ্য ও প্রবাসীদের টার্গেট করে ব্ল্যাকমেইল

বিনোদন জগতের লাইট, ক্যামেরার পেছনে আছে আরেকটি জগৎ, যা সবসময়ই সাধারণ মানুষের চোখের আড়াল করে রাখা হয়। বিনোদন জগতের এই তারকা, মডেল বা অভিনেতা-অভিনেত্রী যারা সর্বমহলে পূজিত এবং অনুসরণীয়, পর্দার ওপারে অনেকের পরিচয়টা ভিন্ন। আজ তেমনি এক কথিত মডেল বা অভিনেত্রীর আসল পরিচয় তুলে ধরবো।
রাজবাড়ী পাংশা উপজেলার বিষ্ণুপুর এলাকার কথিত বিএনপি নেতা মোঃ আব্দুল করিম এর মেয়ে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আফরিন সুলতানা লাবনী (প্রিয়মনি)। কথিত রয়েছে নিজের রূপ সৌন্দর্য কাজে লাগিয়ে বাগিয়েছিলেন ছাত্রলীগের পদ। আর তাতেই হয়ে ওঠেন বেপরোয়া।
জানাযায়, নিজের পরিচয় গোপন করে ২০১৮ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় নাম লেখান রহস্যময়ী এই নারী, সেরা ১০ সুন্দরীর তালিকায় স্থান পেলেও বিভিন্ন গণমাধ্যমে বিয়ের খবরটি প্রকাশ হলে স্বপ্ন ভেঙ্গে যায় কথিত এই মডেল-অভিনেত্রীর।
তবে পর্দায় সফল না হলেও ভিন্ন পথে অনেকটাই সফল প্রিয়মনি। সামাজিক যোগাযোগমাধ্যমকে পূজি করে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গির ছবি পোস্ট করে আকৃষ্ট করেন তিনি। টার্গেট করেন ব্যবসায়ী ও প্রবাসীদের। প্রেমের ফাঁদে ফেলে একান্তে দেখা করে আপত্তিকর ছবি তুলে করেন ব্ল্যাকমেইল, হেনস্তা, হাতিয়ে নেয় মোটা অংকের টাকা।
নিয়মিত বিদেশ ভ্রমণ, বিলাসবহুল বাড়ি-গাড়ি আর উচ্ছৃঙ্খল চলাফেরা নিয়ে চলছে নানান সমালোচনা। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পরও প্রতিনিয়ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কুৎসা রটাচ্ছে। তার এসব অপপ্রচার থেকে রেহাই পাচ্ছেন না সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহসহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা।
নাম প্রকাশ না করার শর্তে প্রতারণার শিকার একাধিক প্রবাসীরা জানান, ‘‘প্রিয়মনি’র পরিচয় ‘লেডি মাফিয়া গ্যাং লিডার’ হিসেবে। এ আর মন্টু নামের এক লম্পটকে সাথে নিয়ে রাজধানী ঢাকায় একটি সংঘবদ্ধ চক্র রয়েছে তার। মডেলিংয়ের নামে উচ্চবিত্ত পরিবারের সুগার ড্যাডির সঙ্গে সখ্য গড়ে তোলেন প্রিয়মনি। শুধু তাই নয়, আপত্তিকর ছবি তুলে করেন ব্ল্যাকমেইল।’’
অবিলম্বে সুষ্ঠু সঠিক তদন্তের মাধ্যমে এ সকল অপকর্মের প্রতিকার ও বিচার দাবি করেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে প্রিয়মনি মুঠোফোনে বলেন, ‘‘আমি হাতে গোনা দুই একটি কাজ করেছি। আমার তেমন কাজ নেই। তবে মিডিয়া নিয়ে আমার খুবই ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল। কিন্তু আমি যখন ভালো কিছু করতে পারলামনা, তখন মিডিয়া থেকে সরে আসি আমি। বলতে পারেন আমি মিডিয়ার কেউ না। দুই/একটা ছোট কাজ করলে কখনো নায়িকা হওয়া যায় না।’’
সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল অঙ্গভঙ্গির ছবি পোস্ট করে সুগার ড্যাডি ও বিভিন্ন ব্যবসায়ীদের আকৃষ্ট করেন এমন প্রশ্নের জবাবে প্রিয়মনি বলেন, ‘‘প্যাসিফিক ভাবে বলেন আমি কারো ক্ষতি করেছি কিনা ?। আমি কি ড্রেস পড়বো, কার সাথে ঘুরবো, কার সাথে কোন দেশ ভ্রমণ করলাম এগুলো একান্তই আমার ব্যক্তিগত বিষয়।’’
What's Your Reaction?






