‘ধুরন্ধর’ সাফল্যের পর ভিন্ন ধাঁচের সিনেমায় রণবীর
চার সপ্তাহের বেশি সময় ধরে বলিউডের বক্স অফিস কাঁপাচ্ছে রণবীর সিংয়ের ছবি ‘ধুরন্ধর’। মাস খানেক আগে মুক্তি পাওয়া সিনেমাটি বিশ্বব্যাপী ১২০০ কোটি রুপি ছাড়িয়ে এটি ভারতের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে। এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই অভিনেতার পরবর্তী প্রজেক্ট নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।
‘ধুরন্ধর পার্ট ২’ মুক্তি পাবে আগামী বছরের ১৯ মার্চ ২০২৬। তবে তার আগেই শোনা যাচ্ছে, রণবীর নাকি সই করে ফেলেছেন একেবারে ভিন্ন ঘরানার ছবি ‘প্রলয়’-এ। এটি পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা হংসল মেহতার ছেলে জয় মেহতা। এর আগে তিনি বাবার সঙ্গে কাজ করেছিলেন জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্ক্যাম ১৯৯২: দ্য হর্ষদ মেহতা স্টোরি’-তে। এবার বহুদিনের ইচ্ছা পূরণ করে বড় পর্দায় নিজের ছবি পরিচালনায় নামছেন তিনি।
ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আনুষ্ঠানিক ঘোষণা না হলেও প্রজেক্টটি ইতিমধ্যেই নিশ্চিত।
খবর অনুযায়ী, আগামী এপ্রিল মাসে প্রি-প্রোডাকশন শুরু হবে এবং জুলাই-আগস্ট নাগাদ শুটিং ফ্লোরে যেতে পারে ‘প্রলয়’। সিনেমার গল্প নিয়ে নির্মাতারা এখনও কড়া গোপনীয়তা বজায় রেখেছেন। এছাড়া এই সিনেমার বড় আকর্ষণ হতে চলেছে এআই নির্ভর সেট ডিজাইন।
শোনা যাচ্ছে, এটি হতে চলেছে বলিউডের সম্পূর্ণ ভিন্ন ধারার সিনেমা। গল্পের পটভূমি তৈরি হয়েছে এক একটি কাল্পনিক সমাজের ওপর ভিত্তি করে, যেখানে থাকবে পরিত্যক্ত শহর, ভাঙাচোরা স্থাপত্য, নিঃসঙ্গতায় ভরা অন্ধকার পরিবেশ ও ভয়াবহ রহস্য। এই সমাজে রণবীরের চরিত্র কীভাবে লড়াই করবে, তা নিয়েই ইতিমধ্যেই উত্তেজনা এখন তুঙ্গে।
‘প্রলয়’ সিনেমায় নায়িকা নিয়েই নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, এই সিনেমার নায়িকা হতে পারেন দক্ষিণী অভিনেত্রী ও পরিচালক প্রিয়দর্শনের কন্যা কল্যাণী প্রিয়দর্শন। সম্প্রতি মালয়ালম সুপারহিট ‘লোকাহ: চ্যাপ্টার ১’-তে তার অভিনয় প্রশংসিত হয়েছিল। যদিও এখনও নির্মাতাদের তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সব মিলিয়ে, ‘ধুরন্ধর’-এর পর রণবীর সিং যদি সত্যিই ‘প্রলয়’ সিনেমা করেন, তবে বলিউড পেতে চলেছে একেবারে নতুন ধাঁচের একটি সিনেমা। সূত্র: এনডিটিভি ও বলিউড হাঙ্গামা
What's Your Reaction?

