রাজাপুরের মঠবাড়িয়া ইউনিয়ন সচিবের অবহেলায় জনভোগান্তি চরমে
ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিবের অবহেলায় সাধারণ মানুষ চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন ইউনিয়নবাসী। বঞ্চিত হচ্ছেন নাগরিক সেবা থেকে।
প্রতিদিনই জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, বিভিন্ন ভাতার আবেদন জমি সংক্রান্ত কাজে নাগরিকরা সেবা নিতে এসে ইউনিয়নে সচিবের গাফিলতির কারনে ফিরে যাচ্ছেন সেবা গ্রহীতারা। এমনই অভিযোগ উঠেছে উপজেলার মঠবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে।
সরেজমিন দেখা যায়, ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা ব্যক্তিরা এসে বসে আছেন কিন্তু ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নেই। ফলে সচিব নিজের ইচ্ছেমতো দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। এতে করে জন্ম-মৃত্যু নিবন্ধনসহ নানা নাগরিক সেবা পেতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা গ্রহীতাদের।
ইউনিয়ন পরিষদ জন্মনিবন্ধন নিতে আসা অপি বেগম অভিযোগ করে বলেন, সেই সকাল থেকে এসে দাড়িয়ে আছি সচিবের অফিস খোলা কিন্তু সচিব কৈ আছে সংশ্লিষ্ট কেউই বলতে পারে না সে কোথায় আছে।
অভিযোগের বিষয়ে মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি একটু চা খেতে দোকানে গেছিলাম আমি গ্রাম পুলিশ ও সংশ্লিষ্টদের বলে গেছি।
এ বিষয় মঠবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরুক সিকদার বলেন, আমি বিষয়টি আপনার মাধ্যমে জানলাম বিষয়টি খতিয়ে দেখছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, আমি কোন ধরনের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখবো।
What's Your Reaction?

