জাবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ

Nov 14, 2025 - 03:42
 0  3
জাবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ
ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদসংলগ্ন মুরাদ চত্বর থেকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলে শিক্ষার্থীদের “ছাত্রলীগের মূলনীতি রামদা, ছুরি, চাপাতি”, “হাসিনারে ফিরায় আনো, গণহত্যার বিচার কর”, “হাসিনার দালালেরা হুশিয়ার, সাবধান”সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়। বিক্ষোভ শেষে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সংগঠক সজীব আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শাখা ছাত্র ইউনিয়নের (অদ্রি–অর্ক) সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক।

তিনি বলেন, “ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো তাদের মতো করে আবারও মাঠে নামার চেষ্টা করছে। আমরা বামপন্থীরা গত ১৫ বছর ধরে তাদের রুখেছি, ভবিষ্যতেও রুখে দেব—যেভাবে জুলাইয়ে রুখেছি।”

তিনি আরও বলেন, “নিষিদ্ধ সংগঠন কিভাবে এমন কর্মসূচি ঘোষণা করতে পারে, তা ইন্টারিম সরকারের ব্যর্থতারই প্রমাণ। স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষা করতে পারছেন না; তার পদত্যাগ করা উচিত।”

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক সজীব আহমেদ জেনিচ বলেন, “ইন্টারিম সরকার আওয়ামী লীগের বিচার সম্পন্ন করতে পারেনি বলেই আজ তারা ‘ঢাকা লকডাউন’-এর মতো হুমকিস্বরূপ কর্মসূচি ঘোষণা করার দুঃসাহস পাচ্ছে।”

জেনিচ আরও বলেন, “বামপন্থী সংগঠনগুলো ১৬ বছর ধরে মেরুদণ্ড সোজা রেখে লড়ছে। আমাদের এই লড়াই আগামীতেও চলবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow