‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা
![‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা](https://jamunatimes.com/uploads/images/202502/image_870x_67a4ef8535f83.jpg)
‘আয়নাঘর’ পরিদর্শন করতে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়েছে প্রধান উপদেষ্টা যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন। পরিদর্শনের দেশি-বিদেশি মিডিয়া তার সঙ্গে থাকবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এছাড়া রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে টিসিবির মাধ্যমে পণ্য পরিবহণ, ব্যাপক হারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপ সম্পর্কে এই সভায় আলোচনা হয়েছে।
সভায় রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয় বলেও জানানো হয়েছে।
What's Your Reaction?
![like](https://jamunatimes.com/assets/img/reactions/like.png)
![dislike](https://jamunatimes.com/assets/img/reactions/dislike.png)
![love](https://jamunatimes.com/assets/img/reactions/love.png)
![funny](https://jamunatimes.com/assets/img/reactions/funny.png)
![angry](https://jamunatimes.com/assets/img/reactions/angry.png)
![sad](https://jamunatimes.com/assets/img/reactions/sad.png)
![wow](https://jamunatimes.com/assets/img/reactions/wow.png)