কুড়িগ্রামে এবি পার্টির নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির সংবর্ধনা

কুড়িগ্রাম প্রতিনিধি
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কুড়িগ্রাম জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) কুড়িগ্রাম পৌরসভার সবুজ পাড়া এলাকার জেলা কার্যালয়ে নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক।
এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাঃ নজরুল ইসলাম খাঁনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল, অর্থ সম্পাদক পনির উদ্দিন, চিলমারী শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক এ এস এম সাজ্জাদুল ইসলাম, ফুলবাড়ীর সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজর আলী এবং উলিপুরের মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ হিরা বেগম প্রমুখ।
এসময় বক্তারা, এবি পার্টির "সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার" এই তিনটি মূলনীতির উপর ভিত্তি করে একটি অধিকারভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দায় ও দরদের রাজনীতি করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান৷ এবং কুড়িগ্রাম জেলার শহর থেকে শুরু করে উপজেলার ওয়ার্ড পর্যন্ত এবি পার্টি বিস্তারের কথা বলে ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির সকলকে ফুলের মালা দিয়ে বরন করে নেয় অতিথিবৃন্দ।
What's Your Reaction?






