জামায়েতের বিরুদ্ধে প্রবাসী বিএনপি নেতার যুদ্ধ ঘোষণা
আমেরিকা প্রবাসী বিএনপি নেতা এবং সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক এমপি মোস্তাক আহমদ চৌধুরীর ছেলে শাহাদাত হোসেন রিংকু জামায়াতে ইসলামীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করার কথা বলে মন্তব্য করেছেন।
বুধবার (৮ ডিসেম্বর) সকালে লোহাগড়ায় তার বাবার কবর জিয়ারতে এসে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন।
রিংকু বলেন, আমাদের যুদ্ধ হবে দুইটি দলের বিরুদ্ধে। একটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ এবং আরেকটি হলো জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।
সামনে কঠোর কর্মসূচি আসার কথা উল্লেখ করে তিনি বলেন, এই যুদ্ধে জয়ী হতে হলে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। কোন গ্রুপিং রাখতে পারবো না আমরা।
এ সময় স্থানীয় নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দেন। সংবর্ধনা উপলক্ষে সমাবেশের সঞ্চালক বলেন, রিংকু ভাই দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন। তিনি সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি কিছুদিন পর আবার আমেরিকায় ফিরে যাবেন।
এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফজলুল কবির ফজলু, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাহাদুর চৌধুরী, লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকারিয়াসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হয়। এছাড়া জামাত-শিবিরের নেতাকর্মীদের এই বক্তব্য নিয়ে হাসাহাসি করে পোষ্ট দিতে দেখা যায়। অনেককেই আবার রিংকুর কড়া সমালোচনা করতেও দেখা যায়। জুলাই আন্দোলনে রিংকুর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই।
What's Your Reaction?