জুলাই-আগস্টের সব তথ্য এনটিএমসি ও বিটিআরসিকে সংরক্ষণের নির্দেশ

Jan 16, 2025 - 15:23
 0  1
জুলাই-আগস্টের সব তথ্য এনটিএমসি ও বিটিআরসিকে সংরক্ষণের নির্দেশ
ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সব তথ্য আলাদাভাবে সংরক্ষণ করতে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

দুপুরে এক ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দেশের সকল টেলিকমিউনিকেশন ও ইন্টারনেট অপারেটরদের তদন্ত কাজে সহায়তার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তদন্তে ডিজিটাল এভিডেন্স (প্রমাণ) অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তা যেন মুছে না যায়, সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন আদালত। এ সময় ৭৫ জনের সম্পদের বিবরণী চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত এমন প্রতিবেদনের ব্যাখ্যার জন্য আগামী ২০ জানুয়ারি প্রতিবেদক আলী ইব্রাহিমকে তলব করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow