দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায়, ৮.৩ ডিগ্রি

Jan 10, 2026 - 13:00
 0  3
দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায়, ৮.৩ ডিগ্রি
ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক

ঘনকুয়াশা-হিমেল হাওয়া আর তীব্র শীতে জবুথবু জনজীবন। বিভিন্ন অঞ্চলে উঠানামা করছে তাপমাত্রার পারদ। আজ শনিবার (১০ জানুয়ারি) সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গা, ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

দেশের বেশকিছু জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ। ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সূর্যের দেখা মিললেও তাতে খুব একটা উত্তাপ মিলছে না। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগব্যাধিও। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোয়।

এদিকে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল ৬টায় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদফতর বলেছে, এভাবে শৈত্যপ্রবাহ চলতে পারে আরও অন্তত দুই দিন। অধিদফতরের দেয়া পূর্বাভাস অনুযায়ী, এই মাসের অন্তত মাঝামাঝি সময় পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে থাকবে। এ সময় এর বিস্তৃতি কমবেশি হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow