নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত
নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৯ জানুয়ারি) গণমাধ্যমকে রাতে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
গত বুধবার (৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সাত্তার।
দলীয় সূত্র জানিয়েছিল, এই সফর সম্পূর্ণ ব্যক্তিগত, ধর্মীয়, সামাজিক ও মানবিক সাক্ষাৎভিত্তিক সফর। সফরসূচি অনুযায়ী, ১১ জানুয়ারি রোববার সকালে তারেক রহমানের ঢাকা থেকে সফর শুরু করার কথা ছিল, সফর শেষে ১৪ জানুয়ারি ঢাকায় ফেরার কথা ছিল।
তারেক রহমানের এই সফর ঘিরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে কি-না, এমন প্রশ্নের জবাবে গত ৮ জানুয়ারি সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, এ সফরকে তারা ভিন্নভাবে দেখেন। সফরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। কারণ, অভ্যুত্থানের শহিদদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো জাতীয় দায়িত্ব। দীর্ঘদিন ধরেই তারেক রহমান সেখানে যেতে চেয়েছিলেন, কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি।
What's Your Reaction?

