বিমান উড্ডয়নে বোমা হামলার হুমকি, নামিয়ে নেয়া হল আরোহীদের

যুক্তরাষ্ট্রে বিমান উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে বোমা হামলার হুমকি পেয়ে দ্রুত নামিয়ে নেয়া হয় সব আরোহীকে। মঙ্গলবার (২০ মে) দেশটির সান দিয়াগো বিমানবন্দরে ঘটে এমন ঘটনা।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, হনুলুলুর উদ্দেশ্যে রওনা করেছিল হাওয়াই এয়ালাইন্সের একটি ফ্লাইট। যেখানে বোমা হামলার হুমকি পেয়ে সব আরোহীকে নামিয়ে নেয়া হয়।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, বিমানটির একটি যাত্রী হঠাৎ জানান বোমা থাকার কথা। যার প্রেক্ষিতে উড়োযানটিকে রানওয়ে থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান পাইলট। পরে তল্লাশি অভিযান চালায় পুলিশ, সোয়াট ও এফবিআইর সদস্যরা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলেও জানানো হয়।
What's Your Reaction?






