ভারতকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখে আফগানিস্তান : তালেবানের পররাষ্ট্রমন্ত্রী

Oct 10, 2025 - 21:37
 0  3
ভারতকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখে আফগানিস্তান : তালেবানের পররাষ্ট্রমন্ত্রী
ছবি : সংগৃহীত

২০২১ সালে তালেবান ক্ষমতায় আশার পর প্রথমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা করেছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। শুক্রবার (১০ অক্টোবর) নয়াদিল্লিতে আলোচনাটি অনুষ্ঠিত হয়।

কাবুলের অবস্থান সম্পর্কে ভারতকে আশ্বস্ত করে মুত্তাকি এ সময় বলেন, ‘আফগানিস্তান কোনো গোষ্ঠীকে অন্য দেশের বিরুদ্ধে তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।’ আফগানিস্তানে সাম্প্রতিক ভূমিকম্পে, ভারতই প্রথম সাড়া দিয়েছিল বলেও জানান তিনি এবং বলেন, ‘আফগানিস্তান ভারতকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখে।’

মুত্তাকি আরও বলেন, ‘আমরা পারস্পরিক শ্রদ্ধা, বাণিজ্য এবং জনগণের সঙ্গে মানুষের সম্পর্কের ওপর ভিত্তি করে সম্পর্ক চাই। আমাদের সম্পর্ক জোরদার করার জন্য আমরা একটি পরামর্শমূলক ব্যবস্থা তৈরি করতে প্রস্তুত।’

দিল্লিতে প্রথমবার সফরে যাওয়ার বিষয়েও মন্তব্য করেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ‘দিল্লিতে এসে আমি খুশি এবং এই সফর দুই দেশের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি করবে। ভারত ও আফগানিস্তানের উচিত তাদের সম্পৃক্ততা এবং বিনিময় বৃদ্ধি করা।’

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কমিটি থেকে অস্থায়ী ভ্রমণ ছাড় পাওয়ার পর বৃহস্পতিবার তালেবানের এই শীর্ষ পর্যায়ের নেতা নয়াদিল্লিতে পৌঁছেছেন। এর আগে তিনি ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দসহ জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow