ভালুকায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৩
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (৩৫) নামের একজন সিএনজিচালক নিহত হয়েছেন। রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার গোয়ারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিএনজিচালক আলমগীর হোসেনের (৩৫) উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী হুরাইল বিল এলাকায় ভালুকা-গফরগাঁও সড়কের ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সিএনজিচালক আলমগীর ঘটনাস্থলে নিহত এবং তিনজন যাত্রী আহত হন।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, ‘সিএনজিচালক আলমগীর ঘটনাস্থলে নিহত হয়েছেন।’
What's Your Reaction?