মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়াতে রিটের আদেশ কাল

May 21, 2025 - 15:24
 0  2
মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়াতে রিটের আদেশ কাল
ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ দেয়ার দিন আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) ধার্য করেছেন হাইকোর্ট।

বুধবার (২১ মে) এ নিয়ে আদেশ দেয়ার কথা থাকলেও দুইপক্ষের আইনজীবীরা শুনানি করেন। পরে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ জানান, নিজেদের মধ্যে আলোচনা করে কাল এগারটায় আদেশ দেবেন তারা।

এর আগে, গত বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেইসঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে। রিট আবেদনটি করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদ।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ডিএসসিসির সর্বশেষ নির্বাচন হয়। তাতে মেয়র পদে শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছিল। তবে নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ছিল। সেই নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়র পদ থেকে শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে সরকার। অন্যদিকে চলতি বছরের ২৭ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে গত সিটি নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন। এরপর ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এদিকে, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে এক সপ্তাহ ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা। আজ মৎস্য ভবন থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত অবস্থান নিয়েছে ইশরাক হোসেনের কর্মীরা। তাতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow