নির্বাচন কমিশনের সামনে এনসিপির নেতাকর্মীরা, স্থানীয় সরকার নির্বাচনের দাবি

নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে জড়ো হতে শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
বুধবার (২১ মে) বেলা পৌনে ১২টার দিকে আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে জড়ো হয়ে নানা রকম বক্তব্য দিতেও দেখা যায় এনসিপি নেতাকর্মীদের।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত এনসিপির নেতারা বলছেন, নির্বাচন কমিশন একটি বড় দলের পক্ষপাত করছে। তাদের কর্মকান্ড ও কাজে বড় রাজনৈতিক দলের বক্তব্যের সাথে মিল আছে।
তাদের অভিযোগ, সাংবিধানিক প্রতিষ্ঠানের চেহারা হারিয়েছে ইসি, তারা রাজনৈতিক দলের ভূমিকা পালন করছে। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠুভাবে করতে এই কমিশন সক্ষম নয়।
এসময় অন্তর্বর্তী সরকারের কাছে স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার অনুরোধ করেন তারা। তবে ইসির পক্ষপাতদুষ্ট ভূমিকা এবং ফ্যাসিস্ট সরকারের সময়ে করা আইনের মাধ্যমে যে কমিশন গঠন হয়েছে তার প্রতি আস্থা নেই জানিয়ে কমিশনারদের পদত্যাগ বা পুনর্গঠনের দাবি জানান তারা।
এদিকে এনসিপির এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশপাশে পাঁচ স্তরের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। সকাল থেকেই কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। ইসি ভবনের সামনের রাস্তায় দেয়া হয়েছে কাঁটাতারের ব্যারিকেড।
What's Your Reaction?






