শ্রমিকের পাওনা শোধ না করলে মালিকদের জেলে যেতে হবে : উপদেষ্টা

May 21, 2025 - 16:27
 0  3
শ্রমিকের পাওনা শোধ না করলে মালিকদের জেলে যেতে হবে : উপদেষ্টা
ছবি : সংগৃহীত

ঈদ সামনে রেখে শ্রমিকের পাওনা ২৮ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সেটি না করলে যাদের বিরুদ্ধে মামলা আছে তারা গ্রেপ্তার হবেন।

বুধবার (২১ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাতায়াতের সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ঈদ সামনে রেখে শ্রমিকের পাওনা ২৮ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। ঈদ সামনে রেখে শ্রমিকের পাওনা ২৮ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। যেসব মালিকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে তারা বিদেশে থাকলে রেড অ্যালার্ট জারি করতে বলেছি। বেতন পরিশোধ না করলে দেশের বাইরে তো দূরের কথা মালিকরা ঢাকার বাইরে যেতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন শ্রম উপদেষ্টা।

তিনি বলেন, হয় পাওনা শোধ করতে হবে, অন্যথায় জেলে যেতে হবে। এরই মধ্যে শ্রমিকদের বেতন না দেয়ায় পাঁচজন মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে বলেও জানান ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আরও অনেকের বিরুদ্ধে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow