রাঙামাটিতে মহান বিজয় দিবস পালিত

Dec 16, 2024 - 16:13
 0  2
রাঙামাটিতে মহান বিজয় দিবস পালিত
ছবি : যমুনা টাইমস

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি 

নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে পালিত হয়েছে মহান বিজয় দিবস।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে রাঙামাটি জিমনেসিয়াম চত্বরে ৩দিনের বিজয় মেলা শুরু হয়েছে। মেলা উদ্বোধন করে রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ।

এসময় রাঙামাটি জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন, অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইটিসি) নাসরীন সুলতানা, জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার উপস্থিত ছিলেন।

বিজয় মেলা চলবে তিনদিনব্যাপী। মেলা সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ৮টা পযন্ত। ক্ষুদ্র নৃ গোষ্ঠী ও বাঙালী নতুন উদ্যোগতারা ৫৭টি স্টল নিয়ে মেলায় অংশগ্রহন করেন।
এছাড়া একই সময় মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটির বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার বর্গকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসক। একই সাথে ফুল ও নগদ অর্থ প্রদান করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।

এসময় বীর মুক্তযোদ্ধারা বলেন, সাধারণত বিজয়ী হওয়া আনন্দের। তবে মরণপণ করে সশস্ত্র যুদ্ধে শত্রুকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জনের যে বিজয়, তার কোনো তুলনা নেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow