শ্রীনগরে হাসাড়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা হাসাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুক্রবার (২২ আগষ্ট) সকাল ১০ টায় ৫নং ওয়ার্ড মাদ্রাসাপাড়ায় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য, মুন্সীগঞ্জ-০১ আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম মৃধা, শ্রীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রজিন খানসহ হাসাড়া ইউনিয়ন বিএনপির প্রতিটি ওয়ার্ড এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপির কর্মী, সমর্থক ও সাধারণ জনগণ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, "কোন রকম চাঁদাবাজী, দখলদারিত্ব, অন্যায় কাজের সাথে জড়িত হওয়া যাবে না।যারাই জড়িত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আগামী নির্বাচনের জন্য সবাই প্রস্তুতি নিন। জনগণের ভোটেই বিএনপি ক্ষমতায় যাবে। বিএনপি জনগণের দল।"
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতা-কর্মীদের সমস্যা কথা গুলো শুনা হয় এবং সমাধানের আশ্বাস দেওয়া হয়।
কর্মীসভায় সভাপতিত্ব করেন হাসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ আব্দুল রশিদ। এবং সঞ্চালনায় ছিলেন হাসাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন।
What's Your Reaction?






