সিরিজ নির্ধারণী ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায়। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা।
পাল্লেকেলেতে আজ তৃতীয় ও শেষ ম্যাচে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বিশ্রামে থাকা তাসকিন আহমেদকে একাদশে নিয়েছে সফরকারিরা।
বাংলাদেশি পেসারকে জায়গা দিতে বেঞ্চ গরম করবেন হাসান মাহমুদ। অন্যদিকে কোনো পরিবর্তন করেনি শ্রীলঙ্কা। স্বাগতিকেরা দ্বিতীয় ম্যাচের একাদশ নিয়ে খেলতে নামবে। শ্রীলঙ্কা প্রথম ম্যাচে ৭৭ রানের জয় পেলে দ্বিতীয়টিতে ১৬ রানে জিতে সমতায় ফেরে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ-
তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি অনিক, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান
শ্রীলঙ্কার একাদশ-
নিশান মাদুশকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চরিত আসালাঙ্কা (অধিনায়ক), জনিত লিয়ানাগে, দিনুথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিতা ফার্নান্ডো।
What's Your Reaction?






