সুদানে চরম খাদ্যসংকটে ৩ কোটি মানুষ, জরুরি সহায়তার আহ্বান

Jan 9, 2026 - 16:41
 0  4
সুদানে চরম খাদ্যসংকটে ৩ কোটি মানুষ, জরুরি সহায়তার আহ্বান
ছবি : সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ সুদানে চলমান গৃহযুদ্ধ ১০০০ দিন পূর্ণ করার প্রেক্ষাপটে দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় ও চরম খাদ্যসংকটের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো। 

শুক্রবার (৯ জানুয়ারি) প্রকাশিত আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, তীব্র লড়াই এবং বিশ্বজুড়ে মানবিক সহায়তার তহবিল কমে যাওয়ার কারণে বর্তমানে ৩ কোটি ৩০ লাখেরও বেশি মানুষ অনাহারের মুখে রয়েছে। 

২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যকার এই যুদ্ধ সুদানকে বিশ্বের অন্যতম গুরুতর মানবিক সংকটে নিমজ্জিত করেছে। মানবাধিকার সংস্থাগুলো বিশ্বনেতাদের প্রতি এই যুদ্ধ বন্ধে এবং খাদ্য সহায়তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

বর্তমানে সুদানের মোট জনসংখ্যার ৪৫ শতাংশের বেশি—অর্থাৎ প্রায় ২ কোটি ১০ লাখ মানুষ তীব্র খাদ্য ঘাটতির শিকার। ইসলামিক রিলিফ-এর এক মূল্যায়ন প্রতিবেদনে দেখা গেছে, উত্তর দারফুরে শিশুদের অপুষ্টির হার বিশ্বের রেকর্ডকৃত উচ্চহারগুলোর মধ্যে অন্যতম। 

সংস্থাটির দাবি অনুযায়ী, গেদারেফ ও দারফুর অঞ্চলের ৮৩ শতাংশ পরিবারের কাছে পর্যাপ্ত খাবার নেই। যুদ্ধের ফলে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এবং প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ হাসপাতাল এখন অচল। এর ফলে দেশটির প্রায় ৬৫ শতাংশ মানুষ কোনো ধরনের চিকিৎসা সেবা ছাড়াই মানবেতর জীবনযাপন করছে। নিরাপদ আবাসন, বিশুদ্ধ পানি এবং স্যানিটেশনের অভাবে বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরগুলোতে সংক্রামক ব্যাধি ও লিঙ্গভিত্তিক সহিংসতার হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।

সুদানের এই সংকটের মুহূর্তে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক অর্থায়নের অভাব। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে মানবিক সহায়তার তহবিলে ব্যাপক কাটছাঁট করার ফলে সুদানকে এখন গাজা, ইউক্রেন ও মিয়ানমারের মতো অন্য যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের সঙ্গে এক প্রকার প্রতিযোগিতায় নামতে হচ্ছে।

জাতিসংঘ গত মাসে তাদের ২০২৬ সালের মানবিক আবেদনের কথা জানাতে গিয়ে বলেছে, দাতা দেশগুলোর অর্থায়ন কমে যাওয়ার কারণে তারা প্রয়োজনীয় চাহিদার তুলনায় মাত্র অর্ধেক অর্থ বা ২৩ বিলিয়ন ডলারের আবেদন করতে বাধ্য হয়েছে। তহবিল সংকটের ফলে অত্যাবশ্যকীয় কর্মসূচিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে কয়েক কোটি অভুক্ত মানুষের ওপর।

ইসলামিক রিলিফ সুদানের জ্যেষ্ঠ প্রোগ্রাম ম্যানেজার আল সাদিক আল নূর এই পরিস্থিতিকে বর্ণনা করতে গিয়ে বলেন যে, ১০০০ দিন ধরে একটি দেশকে চোখের সামনে টুকরো টুকরো হতে দেখা এবং বেসামরিক মানুষদের অনাহারে ও বাস্তুচ্যুত হতে দেখা অত্যন্ত বেদনাদায়ক। 

একইভাবে ‘অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার’-এর সুদান পরিচালক সামি গুইসাবি সতর্ক করেছেন যে, সুদানের এই বিশাল মানবিক সংকটকে যেন কোনোভাবেই ‘বিস্মৃত বা অবহেলিত সংকটে’ পরিণত হতে দেওয়া না হয়। উন্নয়ন সংস্থাগুলো সম্মিলিতভাবে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে যুদ্ধের অবসান ও মানবিক সহায়তার তহবিল বাড়াতে বিশ্বনেতাদের ওপর চাপ প্রয়োগ করে।

সূত্র: আল জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow