সোনারগাঁয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

Sep 20, 2025 - 01:08
 0  2
সোনারগাঁয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাড়িতে গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ওমর ফারুক খোকা (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলার আলাপদী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে খুনের মূলহোতা বড় ভাই আক্তার হোসেনসহ পরিবারের অনেক সদস্য পলাতক রয়েছেন।

নিহত যুবক উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী গ্রামের মৃত জাহের আলীর ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী গ্রামে শুক্রবার জুমার নামাজের পর নিজ বাড়ির গাছ থেকে বিক্রির উদ্দেশ্যে ডাব পাড়েন ছোট ভাই ওমর ফারুক খোকা। এ সময় তার বড় ভাই আক্তার হোসেন তাকে ডাব পাড়তে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আক্তার হোসেন ও ওমর ফারুক দুজনেই ধারালো অস্ত্র নিয়ে এক অন্যের ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় বড় ভাই আক্তার হোসেনের ছুরিকাঘাতে ছোট ভাই ওমর ফারুক খোকা ঘটনাস্থলেই নিহত হন। তবে ওমর ফারুক খোকার দায়ের কোপে বড় ভাই আক্তার হোসেনও আহত হয়ে আত্মগোপনে চলে যান।

স্থানীয় একটি সূত্র জানায়, নিহত ওমর ফারুক দীর্ঘদিন মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন বাড়ির লোকজন। সম্প্রতি তিনি বাড়িতে এসে আবারও বসবাস শুরু করেন। শুক্রবার বিক্রির উদ্দেশ্যে বাড়ির গাছ থেকে ডাব পাড়তে গেলে বড় ভাই আক্তার হোসেনের সঙ্গে তার তর্ক-বিতর্ক শুরু হয়। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে একে অন্যকে দা ও ছুরি দিয়ে আঘাত করেন। এ সময় বুকের এক পাশে ছুরিকাঘাতে আহত হওয়ার পর ঘটনাস্থলেই ছোট ভাই ওমর ফারুক খোকা মারা যান। ছোট ভাইয়ের মৃত্যু নিশ্চিত হওয়ার পর বড় ভাই আক্তার হোসেন আহত অবস্থায় আত্মগোপনে চলে যান।

সোনারগাঁ থানার এসআই মো. সারোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডাব পাড়াকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার মূলহোতা অপর ভাই আক্তার হোসেন আহত অবস্থায় আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার ও বড় ভাইকে গ্রেপ্তারের ব্যাপারে ইতোমধ্যে কাজ শুরু করছে পুলিশ।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, খুনের ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার মূলহোতা বড় ভাইকে গ্রেপ্তার করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow