হত্যা মামলায় সাবেক এমপি সালাম মূর্শেদী কারাগারে

Dec 22, 2024 - 17:14
Dec 22, 2024 - 17:16
 0  2
হত্যা মামলায় সাবেক এমপি সালাম মূর্শেদী কারাগারে
ছবি : সংগৃহীত

হত্যা, হামলা ও মারধরের চার মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী ব্যরিস্টার তাহসিন আহমেদ জানান, সালাম মূর্শেদীকে ৪টি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে আদালতে হাজির করা হয়। এসময় জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে কড়া নিরাপত্তা ব্যবস্থায় দুপুর ১২টায় সালাম মূর্শেদীকে আদালতে হাজির করা হয়। জামিনের আবেদন শুনানি শেষে আবারও তাকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় কারাগারে পাঠানো হয়।

এদিকে, সালাম মূর্শেদীকে কারাগারে নিয়ে যাওয়ার পর আদালত প্রাঙ্গণে তার অনুসারি ও বিরোধীপক্ষের মাধ্যে বাকবিতন্ডা হয়।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সালাম মূর্শেদীকে গ্রেপ্তার করেছিল র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow