হিজাব আইন স্থগিত করলো ইরান

Dec 17, 2024 - 17:46
 0  2
হিজাব আইন স্থগিত করলো ইরান
ছবি : সংগৃহীত

হিজাববিষয়ক একটি আইন স্থগিত করেছে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। এ আইনটি স্থানীয় সময় গত শুক্রবার (১৩ ডিসেম্বর) থেকেই কার্যকর হওয়ার কথা ছিল। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইনটিকে অস্পষ্ট ও সংস্কারের প্রয়োজন বলে উল্লেখ করেছেন। এর মাধ্যমে আইনটি পুনর্বিবেচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

প্রস্তাবিত নতুন আইনে নারী ও মেয়েদের চুল, হাতের বাহু ও পায়ের নিচের অংশ প্রদর্শনের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রাখা হয়েছিলো। দেশটির নারী অধিকারকর্মীরা এর তীব্র সমালোচনা করছিলেন। নারীদের জন্য কঠোর পোশাক আইন কয়েক দশক ধরে ইরানের জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এই আইনটিকে কেন্দ্র করে অতীতে অনেক বিক্ষোভের জন্ম হয়েছিল। এই আইনে অপরাধের পুনরাবৃত্তি হলে এবং কেউ যদি নিয়ম কানুনকে উপহাস করে তাহলে তাকে বড় জরিমানা এবং পনের বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow