আজীবন সম্মাননা পাচ্ছেন শফিক রেহমান
বিজয়ের মাস ডিসেম্বরে বিনোদন সাংবাদিকদের অন্যতম সংগঠন সিজেএফবি থেকে আজীবন সম্মাননা পেতে চলেছেন সাংবাদিক, উপস্থাপক শফিক রেহমান।
ইটিভি-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডস-র ২৩তম আসরে শফিক রেহমানের হাতে এ সম্মাননা তুলে দেয়া হবে।
শফিক রেহমানের আজীবন সম্মাননা পুরস্কার পাওয়ার খবরটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন সংগঠনটির সহসভাপতি রাসেল আজাদ বিদ্যুত।
ইটিভি-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডস-র ২৩তম আসরে শফিক রেহমানের পাশাপাশি পুরস্কার পাচ্ছেন ২০২৩ সালের তারকারা যারা সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার পারফর্মেন্সের দিক থেকে সেরা নির্বাচিত হয়েছেন।
জানা যায়, পুরস্কার বিতরণীর এ আয়োজনে থাকছে তারকাদের জমকালো পাফর্মেন্স। ইটিভি-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডস-এর ২৩তম আসর অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর।
শফিক রেহমান সাংবাদিক, উপস্থাপক ছাড়াও একজন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক। এছাড়া সাপ্তাহিক যায়যায়দিন এবং পরে দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।
'মৌচাকে ঢিল' নামে একটি পাক্ষিক পত্রিকা সম্পাদনা কাজেও জড়িত ছিলেন তিনি। ক্যারিয়ারে কাজ করেছেন একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবেও। তবে দর্শক মহলে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন 'লাল গোলাপ' অনুষ্ঠানটি উপস্থাপনা করে।
What's Your Reaction?