আশুলিয়ায় ৬ ছাত্রের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় কারাগারে পুলিশ সদস্য মুকুল

Dec 26, 2024 - 15:46
 0  1
আশুলিয়ায় ৬ ছাত্রের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় কারাগারে পুলিশ সদস্য মুকুল
ছবি : সংগৃহীত

আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৬ ছাত্রকে গুলি করে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় পুলিশ কনস্টেবল মুকুলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ এ আদেশ দেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম বলেন, সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে কিশোরগঞ্জে গ্রেপ্তার এ মামলার আরেক আসামি এস আই মালেককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। 

তিনি আরও বলেন, গত মঙ্গলবার জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় ছয়জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এরপর দুজনকেই গ্রেপ্তার করেন পুলিশ।

এদিকে জুলাই-আগস্ট গণহত্যায় শেখ হাসিনা  নির্দেশ দিয়েছিলেন এটা এরই মধ্যে তদন্ত সংস্থার রিপোর্টে উঠে এসেছে। সামনে এটা নিয়ে আরও প্রমান মিলবে। ২৬ জানুয়ারি মুকুলকে ফের ট্রাইব্যুনালে হাজির করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow