ওসমান হাদি হত্যার প্রধান আসামির ৫৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

Jan 8, 2026 - 07:36
 0  3
ওসমান হাদি হত্যার প্রধান আসামির ৫৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
ছবি : সংগৃহীত

শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ৫৩টি ব্যাংক হিসাবে থাকা ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।

অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ আসামি ফয়সালের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশনা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, হাদি হত্যা মামলার প্রধান আসামি পলাতক ফয়সাল করিম মাসুদ এবং তার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংবিষয়ক অভিযোগের অনুসন্ধান চলছে।

অনুসন্ধানকালে ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির নামীয় ব্যাংক হিসাবগুলো বিশ্লেষণে যথেষ্ট সন্দেহজনক লেনদেন দেখা গেছে। এ ছাড়া প্রাথমিক অনুসন্ধানে ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে খুন, সন্ত্রাস, সন্ত্রাসী কাজে অর্থ জোগান এবং সংঘবদ্ধ অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে; যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ধারামতে সম্পৃক্ত অপরাধ। তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৫৩টি ব্যাংক হিসাবে ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা পাওয়া গেছে।

আবেদনে আরও বলা হয়, এ অবস্থায় এসব হিসাব মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী-২০১৫)-এর ১৪ ধারার বিধানমতে অবরুদ্ধ এবং ১৭(২) ধারা অনুসারে হিসাবগুলোতে থাকা সব অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা একান্ত প্রয়োজন। অন্যথায় অভিযোগ নিষ্পত্তির আগে হিসাবগুলোতে রাখা অর্থ বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। তাঁকে মাথায় গুলি করার পর আততায়ীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে গত ১৮ ডিসেম্বর মারা যান তিনি।

এ ঘটনায় গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow