কিছুদিন পর পর আমার বিয়ে নিয়ে আলোচনা হয়, মজার লাগে : নুসরাত ফারিয়া

Dec 22, 2024 - 17:40
 0  1
কিছুদিন পর পর আমার বিয়ে নিয়ে আলোচনা হয়, মজার লাগে : নুসরাত ফারিয়া
ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয় ও গান দুটিই সমানভাবে উপভোগ করেন তিনি। স্যোশাল মিডিয়ায় তিনি সবসময়ই সরব। এবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন নায়িকা।

পোস্টে অভিনেত্রী লিখেছেন, “আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে। জীবনটা যদি সোশ্যাল মিডিয়া যেমন সহজ হতো, তবে খুব ভালো হতো। কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন। তাই আপাতত, আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে।”

এছাড়া তিনি আরও বলেছেন, “কিছুদিন পর পর আমার বিয়ে নিয়ে আলোচনা হয়, যা দেখতে বেশ মজার লাগে। কিন্তু এখন আমি একটু কাজ এবং পড়াশোনা করতে চাই। এর জন্য দোয়া করবেন, প্লিজ।”

নুসরাত ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে "আশিকী" সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এটি একটি ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি ছিল, যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরাত ফারিয়াকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow