ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী নির্যাতন বন্ধ ও সক্ষমতা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

Oct 8, 2025 - 01:04
 0  7
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী নির্যাতন বন্ধ ও সক্ষমতা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা
ছবি : সংগৃহীত

পাবনা প্রতিনিধি

পাবনার আটঘরিয়া উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী নির্যাতন বন্ধ ও সক্ষমতা শীর্ষক এক মতবিনিময় সভা বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতি মিলনায়তনে সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়।

অর্গানাইজ ওয়ার্কশপ উইথ এনজিও, সিভিল সোসাইটি, লইয়াী এন্ড জার্নালিস্টদের সমন্বয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে ঝলক মহিলা সংস্থা।

ইউরোপীয় ইউনিয়ন ও উইক্যানের আর্থিক সহায়তায় বাঁচতে চাই এই প্রকল্পের আয়োজন করেছে।

সাংবাদিক ও উন্নয়ন কর্মী কামাল আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা সংস্থার সভানেত্রী এডভোকেট কামরুন্নাহার জলি।

বক্তব্য দেন সুচিতা সমাজ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক নাসরিন পারভীন, আইনজীবী তাসমিনা রহমান শম্পা, পাবনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক আরিফ আহমেদ সিদ্দিকী, উদ্দিপন সমাজ উন্নয়ন সমিতির আলেয়া ইয়াসমিন, শিক্ষক সুমনা খাতুন, শিক্ষক রুনা পারভীন ও আদিবাসীদের মধ্যে শিপ্রা রানী, শান্ত সেখ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সমন্বয়কারী রাবেয়া খাতুন।

মতবিনিময় সভায় আদিবাসী নৃ-গোষ্ঠীর নানা সমস্যা, চাহিদা ও সমাধানে আলোচনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow