দাপ্তরিক কাজ বন্ধ, পুরো সচিবালয় বিদ্যুৎহীন

Dec 26, 2024 - 15:20
 0  1
দাপ্তরিক কাজ বন্ধ, পুরো সচিবালয় বিদ্যুৎহীন
ছবি : সংগৃহীত

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ নং ভবন ছাড়া সবগুলো ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এতে বন্ধ রয়েছে দাপ্তরিক কাজ। কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করলেও কাজ বন্ধ থাকায় অনেকেই বাসায় ফিরে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সচিবালয়ের চার নম্বর ভবন ছাড়া কোনো ভবনে বিদ্যুৎ সংযোগ নেই বলে জানা গেছে। অনেক দপ্তরে এখনও তালাবদ্ধ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভেতরে ঢোকার সুযোগ পেলেও কোনো কক্ষেই প্রবেশ করা যাচ্ছে না। পুরো সচিবালয় বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কিছু স্থানে জেনারেটর চললেও অধিকাংশ স্থানে বিদ্যুৎ নেই।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক কর্মচারী বলেন, “আমাদের মন্ত্রণালয়ের একাংশ পুড়েছে। পুরো ভবন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বেড়িয়ে আসছি।”

ছয় নম্বর ভবনে থাকা নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কর্মী আফসানা আক্তার বলেন, “অন্য ভবনে আগুন লাগলেও আমাদের ভবনে বিদ্যুৎ না থাকায় ঢুকতে পারছি না। সেজন্য বেড়িয়ে আসছি।”

সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে বৃহস্পতিবার সকালে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ৬ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে ব্রিফিংয়ে বলেছেন, “আগুন নিয়ন্ত্রণের কাজের সময় সড়কে ট্রাকের চাপায় আহত এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। আহতাবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।”

তিনি বলেন, “ঘটনার তদন্ত করতে উচ্চ পর্যায়ের কমিটি করতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।” এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কমিটির সদস্য সংখ্যা ৫ বা ৭ এমনকি ১১ জনও হতে পারে।”

আগুন লাগার ঘটনায় বৃহস্পতিবার সকালে সচিবালয়ের সব কটি ফটক বন্ধ রাখা হয়। এর মধ্যে কর্মকর্তা-কর্মচারীরা আসতে শুরু করেন। কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। এ কারণে সচিবালয়ের সামনে অপেক্ষা করতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা।

তবে সকাল সোয়া ৯টার দিকে সচিবালয়ের ৫ নম্বর ফটক খুলে দেওয়া হয়। তখন কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের ভেতরে ঢুকতে থাকেন।

বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সকাল সাড়ে ৮টার দিকে দেখা গেছে, সাত নম্বর ভবনের পূর্বপ্রান্তে ৮ ও ৯ তলার মধ্যবর্তী স্থান থেকে সামান্য ধোঁয়া উড়ছে। সেখানে কাজ করছে ফায়ার সার্ভিস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow