নাম আছে নেই দলীয় কার্যালয়, ইসির শর্ত পূরণে ব্যর্থ ৫০ দল

জুলাই গণ অভ্যুত্থানের পর নির্বাচন কমিশনে নিবন্ধন প্রত্যাশী অধিকাংশ দলই নিবন্ধনের নূন্যতম শর্ত পূরণে হয়েছে ব্যর্থ হয়েছে। কিছু দলের নেই দলীয় কার্যালয়, আবার কার্যালয় থাকলেও সেখানে তালা ঝুলছে।
আর যাদের কার্যালয় আছে,তারা পূরণ করেননি নিবন্ধনের বেশকিছু শর্ত। একসঙ্গে এতো দলের মাথাচাড়ায় দিয়ে ওঠায় নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের ইঙ্গিত দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে ৬৫ টি দল। যেখানে কমিশনের নিয়ম অনুযায়ী অন্তত ৫০টি দলই পূরণ করতে পারেনি নিবন্ধনের নূন্যতম শর্ত।
দলের নাম বাংলাদেশ বেকারমুক্ত পরিষদ। পল্টনে এক ভবনে দলীয় কার্যালয়ের ঠিকানা থাকলেও গিয়ে দেখা যায়,তাতে ঝুলছে তালা। এমন ঘটনা ঘটেছে গণতান্ত্রিক নাগরিক শক্তির বেলায়ও।
আর গণ অভিযাত্রার দলের কার্যালয় কাগজেপত্রে মতিঝিলের শরীফ ম্যানশনে। কিন্তু এই ভবনের কোথাও সেই কার্যালয়ে পাওয়া যায়নি। ফোন দিলে জানা যায়, তারা এখনও নেননি দলীয় কার্যালয়।
কার্যালয় থাকলেও অনেকের নেই কার্যক্রম। মানেননি নিবন্ধনের শর্তও। তবে এরমাঝেও কিছু দল দাবি করেছে, তারা নির্বাচন কমিশনের সব শর্ত পূরণ করেছেন।
হঠাৎ করে এসব দলের নিবন্ধনে আগ্রহী হয়ে ওঠাকে সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের ইঙ্গিত বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. সাব্বির আহমেদ।
নিবন্ধন পাওয়ার মধ্য দিয়ে দিয়ে এসব রাজনৈতিক দল যেন নির্বাচনকে কোনভাবে বিতর্কিত করতে না পারে এ ব্যাপারে কমিশনকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।
What's Your Reaction?






